মঙ্গলবার স্থগিত হয়ে গেল শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের শুনানি। মঙ্গলবার বম্বে হাইকোর্টে সওয়াল জবাব হয়। আগামী কাল অর্থাৎ বুধবার দুপুরে আরিয়ানের মামলার শুনানি হবে বলে ঘোষণা করেন বিচারক নিতিন সাম্বর।
এদিন, আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবি বম্বে হাইকোর্টে জানায়, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত আরিয়ান খান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য কেনা বেচারও অভিযোগ এনেছে এনসিবি।
জামিন পেলে আরিয়ান সাক্ষীদের প্রভাবিত করতে পারে বলে মনে করছে এনসিবি। রবিবারই মাদক মামলার সাক্ষী তাঁর বয়ান পরিবর্তন করেছে। এনসিবির তরফ থেকে দাবি করা হয় যে আরিয়ান তদন্তকে প্রভাবিত করতে পারে। এছাড়াও তথ্য লোপাটেরও আশংকা প্রকাশ করেছে এনসিবি।
এমনকি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির বিরুদ্ধেও সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ এনেছে এনসিবি।