রাজ্য লিড নিউজ

যাদবপুরে নতুন কী কী নিয়ম করল কর্তৃপক্ষ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় আঙ্গুল উঠেছে কতৃপক্ষের দিকে। উঠেছে গাফিলতির অভিযোগও। ক্যাম্পাস বা হস্টেলে কেন সিসি ক্যামেরা নেই, ক্যাম্পাসের মধ্যে মদ-গাঁজা সহ বিভিন্ন মাদক সেবনের অভিযোগও উঠেছে। তারপর নরে চড়ে বসলো যাদবপুর কর্তৃপক্ষ ।

এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, ‘আমাদের সকল অংশীদারদের প্রতি আবেদন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার। এই সংকটের সময়ে ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপকদের নিজেদের দায়িত্ব যথাযথ পালন করার অনুরোধ জানানো হচ্ছে।’ ছাত্র মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা আটকাতে কী কী করা উচিত তা নিয়ে তিনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

সেখানে বলা হয়েছে, ক্যাম্পাসে রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ইস্যু করা পরিচয়পত্র ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে কোনও জাতীয় মাদক সেবন করা যাবে না। কেউ যদি মাদক সেবন করতে গিয়ে ধরা পড়েন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে। বাইক বা চারচাকার সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন স্টিকার না থাকলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।রোজ রেজিস্ট্রার মেনটেন করা হবে। এছাড়াও ক্যাম্পাসের গেটগুলিতে সিসি ক্যামেরা বসছে।