কিক অফের পরই হুগো বোমাসের বাড়ানো বল থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন উইলিয়ামস। মাত্র ১৩ সেকেন্ডে গোল করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। আইএসএলে যা সবচেয়ে দ্রুততম গোল।
আগে জেরি মাউইমিংথাঙ্গা ২৩ সেকেন্ডে গোল করেছিলেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন উইলিয়ামস। দীর্ঘদিন প্রথম একাদশে জায়গা পাচ্ছিলেন না উইলিয়ামস। জায়গা পেয়েই কার্যত চমকে দেন তিনি। বুঝিয়ে দেন তিনি আসলে কি! আচমকা ১৩ সেকেন্ডে এক শটে তাঁর গোল একেবারে অন্য মাত্রা পেয়ে গেল।
যদিও ভারতীয় ফুটবলে এটি দ্রুততম গোল নয়। কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১৭ সেকেন্ডে গোল করেছিলেন মহম্মদ আকবর । সেই রেকর্ড ভেঙ্গে দেন কাতসুমি ইউসার। কাতসুমির সঙ্গে যুগ্ম ভাবে এই রেকর্ড করে ফেললেন ডেভিড উইলিয়ামস।
চার্চিল ব্রাদার্সভ বিপক্ষে ২০২১ সালে আই লিগে ট্রাউয়ের হয়ে কোমরন ৯ সেকেন্ডে গোল করেন । সেটিই ভারতীয় ফুটবলের দ্রুততম গোল। এবারের আইএসএলের ৯ নম্বর ম্যাচ খেলতে নেমে ছন্দে ফিরেছে সবুজ-মেরুন । ১৩ সেকেন্ডের মাথায় ঐতিহাসিক উইলিয়ামসের করা গলে এগিয়ে গেলেও অবশেষে সমান, সমান পয়েন্ট নিয়ে ঘরে ফেরে এটিকে মোহনবাগান।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচে উলগানাথনের ক্রস থেকে হেডে গোল করেছিলেন মহম্মদ হাবিবের ভাই। যা ডার্বির ইতিহাসে দ্রুততম গোল ছিল। আই লিগে ১৪ সেকেন্ডে গোল করেছিলেন সুদানের বিদেশি স্ট্রাইকার জেমস মোগা। এর থেকেও কম সময়ে আই লিগে গোল করেছিলেন তুরশুনভ।