বিনোদন

অভিযোগের তীর এবার শাহরুখের দিকে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য উদঘাটন করতে গিয়ে বলিউড উলট-পালট। ফরেনসিক রিপোর্টে জানা গেছে, হত্যা নয় সুশান্ত আত্মহত্যাই করেছেন। কিন্তু সুশান্ত মৃত্যুর রহস্য উদঘাটন হলেও এর জেরে বলিউডে যে অস্থির অবস্থা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে বেশ সময়ই লাগবে বলে মনে হচ্ছে। এই মাদককাণ্ডে একে একে অভিনেত্রীদের নাম আসছে। অভিনেতাদের নামও প্রকাশ পাবে বলে জানা যাচ্ছে।

এর মাঝেই বলিউডের তিন খানের বিরুদ্ধে অভিযোগের তীর। দেশজুড়ে যখন হাথরসের ধর্ষণকাণ্ড নিয়ে আলোচনা, তখন শাহরুখ, সলমন ও আমির কেউই এ বিষয়ে কথা বলছেন না। হাথরসের ১৯ বছরের দলিতকন্যাকে দলবদ্ধধর্ষণ, জিভ কেটে নেওয়া, রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে মরদেহ জ্বালিয়ে দেওয়া, মিডিয়াকে ঢুকতে না দেওয়া, নির্যাতিতার পরিবারকে পুলিশি গার্ড দিয়ে ভয় দেখিয়ে ঘরে বন্দী করে রাখার অভিযোগ সামনে এসেছে। এমন পরিস্থিতিতেও চুপ আছেন বলিউডের তিন খান।

মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিনে শাহরুখ টুইটারে লেখেন, সময় ভালো হোক, খারাপ হোক, যেমনই হোক, গান্ধী জয়ন্তীতে চাইবো আমাদের সন্তানরা যেন একটি আদর্শ সবসময় মেনে চলে, খারাপ না দেখা, খারাপ না শোনা আর খারাপ কথা না বলা। গান্ধীজির জন্মদিনে সত্যের মূল্য স্মরণ করা প্রয়োজন।

শাহরুখের সঙ্গে ২০১৬ সালে ‘ফ্যান’ ছবিতে সায়নী গুপ্ত অভিনয় করেন। শাহরুখের ওপর ক্ষেপেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আপনি মুখ খুলুন। ঠিক কথাটা বলুন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন, নিপীড়িতও শোষিত এবং আমাদের দলিত ভাই-বোনদের জন্য আওয়াজ তুলতে। নিজের চোখ, কান, মুখ বুজে বসে থাকবেন না। সায়নীর এই টুইটের পর অনেকে অভিনেতার সমালোচনা শুরু করেছেন। প্রশ্ন তুলেছেন কিসের ভয়ে এভাবে গুটিয়ে থাকেন তারা?