ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। ইতিমধ্যেই তার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যখন ঘূর্ণিঝড় স্থলভাগে এসে পৌছাবে তখন তার মধ্যে বেশি শক্তি অবশিষ্ট থাকবে না। ফলে ক্ষয়ক্ষতি বিশেষ হবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা। সমুদ্রের মধ্যে ফোঁস করলেও স্থলভাগে অশনি খুব একটা প্রভাব ফেলতে পারবে না।
আজ রাতের মধ্যে ‘অশনি’ উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বরাবর অন্ধ্রপ্রদেশ ও তত্সংলগ্ন ওডিশা উপকূলের কাছে পৌঁছবে। তারপর তা চলে যাবে অন্ধ্র উপকূল এবং ওড়িশার দিকে। এরপর আগামী ২৪ ঘন্টায় ধীরে ধীরে শক্তিক্ষয় হবে অশনির।
সবরকম ভাবেই তত্পর রাজ্য সরকার থেকে শুরু করে কলকাতা পুরসভা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উপকূলবর্তী এলাকা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ক্ষয়ক্ষতি রুখতে কোমরবেঁধে প্রস্তুত NDRF বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স টিম। কলকাতা পুরসভা এলাকাতে দুটি NDRF টিম মোতায়েন থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ,হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা পুরসভা এলাকা, উপকূলবর্তী এলাকা এলাকা জুড়ে মোতায়েন NDRF এর টিম।