বাংলাদেশের সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্রর মতো তারকারা। এবার মুখ খুললেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
কোরান অবমাননার অভিযোগে বিজয়া দশমীর দিন বাংলাদেশের নোয়াখালি জেলার ইসকন মন্দিরে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। ঘটনায় পার্থ দাস নামে মন্দিরের এক সদস্যকে খুন করা হয়েছে বলে অভিযোগ। অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপেও হানা দিয়েছিল দুষ্কৃতীরা। জানা গেছে, সেদেশে সংখ্যালঘু হিন্দুদের অন্তত ৬৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিথিলা লিখেছেন, “ধর্মের নামে রাহাজানি বন্ধ হোক। ঘৃণার ব্যবসা বন্ধ হোক। সবার উপরে মানুষ, মানবতা সত্য হোক। ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর জীবনের জন্য একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়া আমাদের দায়িত্ব।”
ReplyForward |