আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Texas School shooting: বন্দুকবাজের হামলায় ঝাঁঝরা ২১

ফের বন্দুকবাজের হানায় দিশাহারা আমেরিকা। ঘটনাটি ঘটেছে টেক্সাসের রব এলিমেন্টারি নামে একটি প্রাথমিক স্কুলে। সূত্র মারফত জানা গিয়েছে, হঠাৎ এই স্কুলের ওপর হামলা চালায় এক কিশোর। গুলির পর গুলি ছুড়তে থাকে ওই কিশোর। যার ফলে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তাদের মধ্যে ১৯ জন পড়ুয়া! এই হামলায় আহত হয়েছে অনেক পড়ুয়া। আহতদের উভালডে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলছে ।

ওই বন্দুকবাজকে আটকাতে পুলিশও গুলি ছুঁড়তে থাকে। দুই পুলিশ অফিসারের সঙ্গে ওই কিশোরের শুরু হয় গুলিযুদ্ধ। যদিও পরবর্তীতে পুলিশের গুলিতে মারা গিয়েছে বন্দুকবাজ কিশোরটি। নিহত ওই কিশোরের নাম সালভাদর রামোস। পুলিশ সূত্রে জানা গেছে, একটি হ্যান্ডগান ও রাইফেল নিয়ে হামলা চালায় ওই কিশোর। তার পরনে ছিল একটি বুলেটপ্রুফ জ্যাকেট। অভিযোগ, স্কুলে ঢুকেই চারিদিকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অভিযুক্ত। স্কুলে ঢোকার আগে গাড়ি নিয়ে ধাক্কাও মারে ওই কিশোর।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, স্কুলে হামলা করার আগে নিজের ঠাকুমাকেও গুলি করেছে ওই যুবক। তাঁর অবস্থাও সঙ্কটজনক। স্কুলে কেন এই হামলা চলেছে? তার কারণ এখনও জানা যায়নি। হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র বলছে, গত এক দশকের মধ্যে আমেরিকায় হওয়া বন্দুকবাজের হামলার মধ্যে এটি অন্যতম ভয়ংকর হামলা। টুইট করে এ খবর নিশ্চিত করেছেন ওই প্রদেশের গভর্নর গ্রেগ অ্যাবট।