মঙ্গলকাব্যে লখিন্দরের বাসর ঘর তৈরি হয়েছিল লোহা দিয়ে। যদিও সেই লৌহ বাসর ঘরে ছিদ্র থাকায় মঙ্গলকাব্য অনুযায়ী কালনাগিনী বাসর ঘরে প্রবেশ করে দংশন করে লখিন্দরকে।
শুক্রবার টেট পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু প্রশ্নের উত্তরে জানান, পর্ষদ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে এবারের টেট পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিল। আর সেই ব্যবস্থাই কোনরকম ছিদ্র ছিল না যেখান দিয়ে কালনাগেনি প্রবেশ করতে পারে।
পাশাপাশি শিক্ষামন্ত্রী এদিন বলেন দালাল চক্রের ফাঁদে পা দিলে তার দায় থাকবে না মধ্যশিক্ষা পর্ষদের। প্রাথমিক টেটের ফলপ্রকাশের মাত্র কয়েকঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “এবারের টেটের ওএমআর শিট পর্ষদের পাশাপাশি পরীক্ষার্থীর কাছেও রয়েছে। ওই ওএমআর শিট কেউ যদি দালালকে দেয়, তার দায় পর্ষদের নয়।”
উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা। গত ১১ ডিসেম্বর রাজ্য জুড়ে সম্পন্ন হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। রাজ্যে এই প্রথম কোন চাকরির পরীক্ষায় মেধাতালিকা প্রকাশ করা হল সাংবাদিক বৈঠক করে। টেটের ফলাফলে সার্বিকভাবেই প্রথম সারিতে রয়েছে মেয়েরা। টেট পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বর্ধমানের আলমগঞ্জের ইনা সিং। ইনার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির আরামবাগের মেয়ে মৌনিসা কুণ্ডু।