টানা ১৪ ঘণ্টা ম্যারাথন জেরার পর ইডি দফতর থেকে বুধবার রাত ১২ টা ১৫ নাগাদ বেরোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। বুধবার সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান। দীর্ঘক্ষণ জেরার ফলে তিনি গ্রেফতার হতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছিল। তবে, শেষমেশ মধ্যরাতে ইডি দফতর থেকে বেরিয়ে যান মানিক ভট্টাচার্য।
সূত্রের খবর, ফের তলব করা হতে পারে মানিক ভট্টাচার্যকে। মানিকের রেকর্ড করা বয়ান দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বুধবার বেলা বারোটায় তাঁর হাজিরা দেওয়ারর নির্দেশ থাকলেও, সময়ের দু ঘণ্টা আগেই সিজিও কমপ্লেক্সে হাজির হন মানিক ভট্টাচার্য। এরপর মধ্যরাত পর্যন্ত তৃণমূল বিধায়ককে জেরা করা হয়।
গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়িতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এরপরই তাঁর বাড়ি থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেন ইডির আধিকারিকেরা। উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই বুধবার সিজিও কমপ্লেক্সে মানিককে তলব করা হয়। পার্থ চট্টোপাধ্যারের বাড়িতে তল্লাশি চলাকালীন ২০১২ সালের টেট পরীক্ষার প্যানেল পাওয়া গিয়েছে। তারপরই ইডি তলব করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে।
গত সপ্তাহের শুক্রবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গা তল্লাশির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা ইডি। তার ভিত্তিতেই বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।