ব্রেকিং নিউজ রাজ্য

TET Scam: ফোন বন্ধ রেখে বারবার হাজিরা এড়াচ্ছেন, গ্রেফতার হতে পারেন মানিক?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বারবার ইডির হাজিরা এড়াচ্ছেন প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ২৭ জুলাইয়ের পর আর ইডির ডাকে সাড়া দেননি মানিকবাবু।

যাদবপুরের বাড়ি, ফ্ল্যাটেও তাঁর দেখা নেই। এমনকী, নদিয়ার পলাশি পাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। গত একমাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতে। অভিযোগ, মানিক ভট্টাচার্যর মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাচ্ছে না। এরপর তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, এদিন তা নিয়েই বৈঠক করেন ইডি কর্তারা। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে মানিক ভট্টাচার্য আবারও হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতার করতে পারে ইডি।

উল্লেখ্য,এর আগেও মানিকের বাড়িতে তল্লাশি চালিয়ে সিডি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পান তদন্তকারীরা। সেই কারণেই গত ২৭ তাঁকে জুলাই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তারপর ২ বার ইডি-র হাজিরা এড়িয়ে যান মানিক ভট্টাচার্য। পূর্বে হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

শুধু তাই নয়, বিয়ের আগে পর্যন্ত মানিকের মেয়ের নামে কত সম্পত্তি ছিল, তাও বিস্তারিতভাবে জানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি আদালত জানায়, ভবিষ্যতে আর কোনও সম্পত্তি নিজের বলে দাবি করতে পারবেন না তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।