রাজ্য লিড নিউজ

TET Scam: ডিএলএড কলেজগুলি থেকে টাকা নিতেন মানিক, জানালেন তাপস

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির জেরার মুখে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বুধবার সকালে ইডি দফতরে পৌঁছন তিনি।

সূত্রের খবর, ডিএলএড প্রতিষ্ঠানগুলি থেকে অফলাইনে ভর্তির নামে মানিক ভট্টাচার্য যে টাকা তুলেছিলেন তার হিসাব পেতে চাইছেন গোয়েন্দারা। প্রতিটি ছাত্রের কাছ থেকে অফলাইনে ভর্তির নামে ৫,০০০ টাকা করে আদায় করেন মানিক। রাজ্যের ৬০০ ডিএলএড প্রতিষ্ঠান থেকে টাকা তুলে দেওয়ার দায়িত্ব ছিল তাপস মণ্ডলের। কতজন ছাত্রের কাছ থেকে তিনি টাকা আদায় করেছিলেন তা জানতে চাইছেন গোয়েন্দারা। উল্লেখ্য, এর আগেও তিন বার ইডি জেরার সম্মুখীন হয়েছেন তাপস মণ্ডল। গত শনিবার তাঁকে শেষবার তলব করেছিল ইডি। প্রায় ৪ ঘন্টা জেরা করা হয় তাপস মণ্ডলকে।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলত। সেই ভর্তি প্রক্রিয়ার জন্য ফি অনলাইনেই নেওয়া হত। কিন্তু সূত্রের খবর, অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর যে আসন খালি থাকত, সেগুলিতে অফলাইনে ভর্তি নেওয়া হত। সেই অফলাইন ভর্তির ক্ষেত্রেই এই টাকা নেওয়া হত। আর এবার সেই অফলাইন ভর্তির টাকা নিয়ে ইডি অফিসের বাইরে বিস্ফোরক দাবি করলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলের এই স্বীকারোক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।