বৃহস্পতিবার থেকে চাকরির দাবিতে পথে ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। এদিন সল্টলেকের ১০ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তায় বসে আন্দোলন শুরু করেন তাঁরা। ২ বার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও কেন ফের ২০১৪ সালের প্রার্থীরা ইন্টারভিউয়ের সুযোগ পাবেন, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।
আজ কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছে আন্দোলনকারী ২০১৭ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা APC ভবন অভিযানের ডাক দেয়। সেই মতোই প্রায় এক হাজারেরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে জমায়েত করে। সেখান থেকে এপিসি ভবনে মিছিল করে আসার সময় বিধান নগর পুলিশ মিছিল আটকায়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। এরপরই চাকরিপ্রার্থীরা সল্টলেক ১০ নম্বর ট্যাংক এর কাছে সার্ভিস রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকে।
২০১৭ সালের টেট প্রার্থীদের কথায়, ২০১৪ সালের প্রার্থীরা দু’বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন। তাহলে কেন ফের তাঁদের সুযোগ দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। ২০১৮ সালের টেট প্রার্থীরা অনৈতিকভাবে প্রশিক্ষণ নিয়েছেন বলে অভিযোগও করা হয়েছে। আন্দোলনকারীরা এদিন বলেন, “২০১৪ সালের দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়রা গ্রেপ্তার হওয়ায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বছরেই যাবতীয় দুর্নীতি হয়েছে। কিন্তু একেবারেই তেমনটা নয়।” তাঁদের দাবি, পদ বাড়িয়ে প্রত্যেককে নিয়োগ করতে হবে।