জেলা

চাকরির দাবিতে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

দিদি আপনার প্রতিশ্রুতি রাখুন । থার্মোকলের থালাতে দাবি লিখে আন্দোলনে নামলো ২০১৪ টেট উত্তীর্ণরা। এদিন পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনের সমনে ‘২০১৪ টেট পাস ট্রেন্ড ইনক্লুডেড ক্যান্ডিডেট’ সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ সামিল হয় টেট উত্তীর্ণরা । আন্দোলনকারীদের দাবি, জেলার শিক্ষিত যুবকরা বেকারত্বের জ্বালায় ভুগছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত দুর্গা পুজোর আগেই নিয়োগ করতে হবে টেট উত্তীর্ণদের। এই দাবিতে থার্মোকলের পাতা হাতে নিয়ে পুরুলিয়ায় প্রাথমিক শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় ২০১৪ টেট উত্তীর্ণরা। পরিস্থিতি সামাল দিতে ছিল বিশাল পুলিশ বাহিনী।

 

বিশেষ সংবাদদাতা: সোমনাথ রায়, পুরুলিয়া