রাজ্য লিড নিউজ

শাঁখা-পলা পরে টেট পরীক্ষায় বাধা, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

অনেক টালবাহানার পর সম্প্রতি রাজ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষায় প্রাথমিক পর্ষদের তরফ থেকে জারি ছিল একাধিক বিধি নিষেধ।সেই বিধি নিষেধ মেনেই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সমস্ত পরীক্ষার্থী। তবে এই হাতে শাঁখা-পলা পরে পরীক্ষায় অংশ নিতে গিয়ে বাধাপ্রাপ্ত হন এক টেট পরীক্ষার্থী। এমনকি শাঁখা-পলা না খোলায় তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। যা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।

জানা গিয়েছে, মৌমিতা চক্রবর্তী নামে এক টেট পরীক্ষার্থী অভিযোগ করেন, শাঁখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে যেতে বলা হয়েছিল তাঁকে। অভিযোগ, টেট পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হিন্দু গৃহবধূদের হাতের শাঁখা-পলা খুলতে হয়েছে। যাঁরা খোলেননি তাঁরা ঢুকতে পারেননি। পরীক্ষা দিতে পারেননি। সেই কারণেই হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করেছেন ওই পরীক্ষার্থী। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান গৌতম পালের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন মামলাকারী। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

গত ১১ ডিসেম্বর পাঁচবছর পর রাজ্যে টেট হয়। কড়া নিরাপত্তাবেষ্ঠনীতে নেওয়া হয় পরীক্ষা।