দেশ লিড নিউজ

বড় জঙ্গি নাশকতার ছক ফাঁস

ফের একবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ছক কষেছিল জঙ্গিরা। আগাম খবর জানতে পেরে হামলার চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ। জানা গিয়েছে, গোপন সূত্রে জঙ্গি হামলার সম্ভাবনার খবর মিলতেই বিভিন্ন এলাকায় শুরু হয় নাকা তল্লাশি। সোমবার শ্রীনগরের বেমিনায় পুলিশ পাবলিক স্কুলের কাছে রাস্তার সংযোগস্থল থেকে অন্তত ছ’টি চীনা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। পরে ৭৩ ব্যাটালিয়নের বিডিএস স্কোয়াড উদ্ধার করা গ্রেনেডগুলি জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দেন। ঘটনাস্থলের কাছে অত্যাধিক ভিড় থাকায় গ্রেনেডগুলি নিষ্ক্রিয় করা হয়নি বলেও জানিয়েছেন সিআরপিএফ কর্তারা।

একদিন আগেই জঙ্গির গুলিতে প্রাণ হারান জম্মু ও কাশ্মীরের পুলিস আধিকারিক আরশিদ আহমেদ। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কালমুনা গ্রামে তাঁর শেষযাত্রায় হাজার হাজার গ্রামবাসী অংশ নেন। অশ্রুসজল নয়নে ২৫ বছরের আরশাদের শেষযাত্রায় এদিন উপচে পড়া ভিড় নজরে পড়ে। গ্রামের ছেলের করুণ পরিণতিতে শোকস্তব্ধ কালমুনাবাসী তাঁর পরিবারের সঙ্গে সমবেদনা ভাগ করে নেন।

তাঁর এক প্রতিবেশী বলেন, ‘আরশাদ পরিশ্রমী ছেলে ছিল। ছোটবেলা থেকেই সে পড়াশোনা হোক বা যেকোনও কাজই মন দিয়ে করত। তাঁর মৃত্যু গোটা গ্রামের কাছেই অনেক বড় ক্ষতি।’ রবিবার দুপুর দেড়টা নাগাদ সাব ইনসপেক্টরকে খুব কাছ থেকে পিঠে গুলি করে এক দুষ্কৃতী। সঙ্কটজনক অবস্থায় তাঁকে সৌরা এলকায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। হামলাকারী জঙ্গির খোঁজে শুরু হয়েছে তল্লাশি।