লাদাখে এখন ভারত–চিন উত্তেজনা তুঙ্গে। আর কাশ্মীরে প্রায়ই জঙ্গি–সেনা সংঘর্ষে নিহত হচ্ছে একের পর এক জঙ্গি। এই পরিস্থিতির মধ্যেই ভারতীয় বায়ুসেনা ঘাঁটিগুলিতে পাঠানকোর্টের মতো হামলা চালানোর পরিকল্পনা করল জৈশ–ই–মহম্মদ! পাকিস্তান শত বিপদে পড়েও জঙ্গি–নাশকতা থেকে বেরিয়ে আসতে পারছে না।
গোয়েন্দা সূত্রে খবর, অক্টোবর মাসেই রাজস্থানের সেনা ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে জৈশ জঙ্গিরা। পাশাপাশি দিল্লিতে হামলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এক মৌলানা–কে। এই মৌলানা আফগানিস্থানে জৈশ জঙ্গিদের সঙ্গে কাজ করেছে। ওই মৌলানাকে নিয়োগ করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এখন এই মৌলানা কোথায় আছে তা জানা যায়নি। তবে তাকে সুযোগ বুঝে ভারতে ঢুকিয়ে দেওয়া হবে বলে খবর।
২০১৬ সালের ২ জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। কয়েকদিন ধরে চোরাগোপ্তা লড়াইয়ে নিহত হয় বেশ কয়েকজন জঙ্গি। এই মৌলানা বায়ুসেনা ঘাঁটিগুলিকে আক্রমণের জন্য পরিকল্পনা ছকে দেবে। সেই নকশা অনুযায়ী এখানে হামলা চালাবে জৈশ জঙ্গিরা।
জানা গিয়েছে, এখন পাকিস্তানে রয়েছে ৪০,০০০ জঙ্গি। এদের মধ্যে মাত্র ১৬ জনকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এরা শীতের সময়ে নিয়ন্ত্রণরেখা পার করে ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা জামাত–উদ–দাওয়া ও জৈশ–ই–মহম্মদের সদস্য।