দেশ ব্রেকিং নিউজ

তুমুল লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি

আবার কাশ্মীরে এনকাউন্টারে নিকেশ হল তিন জঙ্গি। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে সোপিয়ানে। সূত্রের খবর, সোপিয়ানের আমসিপোড়া গ্রামে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে খতম করল সেনা–নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে একজন ছিল জৈশের শীর্ষস্থানীয় কমান্ডার, আইইডি বিশেষজ্ঞ। সেনাবাহিনীর ৬২ রাষ্ট্রীয় রাইফেলস ছাড়াও এতে অংশ নেয় সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ। গুলির আওয়াজ থেকে স্পষ্ট যে তিন থেকে চারজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে ৷
সূত্রের খবর, নিরাপত্তাকর্মীদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। বেশ বড় কোনও হামলার ছক কষেছে তারা৷ এরপর স্থানীয় পুলিশ ও সিআরপিএফের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা৷ গোটা এলাকায় সার্চ অপারেশন চলছে৷ জঙ্গিরা একটা বাড়িতে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালাচ্ছে। কাশ্মীরের আইজি বিজয় কুমার জানান, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জঙ্গি কমান্ডারদের একটি তালিকায় তৈরি করা হয়েছে। আগামী মাসে তাদেরকে খুঁজে বের করে নিকেশ করা হবে।
উল্লেখ্য, গত শনিবার নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের নৌগামে দুই সন্ত্রাসবাদীকে নিকেশ করে ভারতীয় সেনা। বারামুল্লার নৌগাম সেক্টরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। তখন এলাকা জুড়ে সেনা টহলদারি চলছিল। আচমকাই শুরু হয় গুলির লড়াই। প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাবাহিনীও। দুই জঙ্গি ঘটনাস্থলেই খতম হয়। উদ্ধার করা হয় দুটি এ কে ৪৭ রাইফেল। জুন মাসে কাশ্মীর উপত্যকায় বিভিন্ন এনকাউন্টারে ৪৮ সন্ত্রাববাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।