দেশ ব্রেকিং নিউজ

স্বাধীনতা দিবসের আগে কাঁপল ভূস্বর্গ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি হামলার ঘটনায় কেঁপে উঠল শ্রীনগরের শহরতলি। জঙ্গিদের গুলিতে নিহত হলেন দুই পুলিশকর্মী। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী। শ্রীনগরের কাছে নওগামে পুলিশের একটি কনভয়ের উপর হামলা চালায় একদল সন্ত্রাসবাদী। তার জেরেই কেঁপে ওঠে ভূস্বর্গ। শনিবার স্বাধীনতা দিবস। তার আগেই এইরকম ঘটনায় শিউরে উঠেছে পুলিশ কর্তারা। কারণ এই ঘটনা দিয়েই কী হুমকি দেওয়া হল?‌ স্বাধীনতা দিবসে আরও বড় কোনও নাশকতার ছক?‌ উঠছে প্রশ্ন।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, শ্রীনগরের শহরতলি অঞ্চলে নওগাম বাইপাসে পুলিশের পেট্রলিং পার্টির ওপরে হামলা চালিয়ে নির্বিচারে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তিনজন পুলিশকর্মী আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানোর পর দু’জন শহিদ হয়েছেন। ঘটনাস্থলকে ঘিরে দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভূস্বর্গে এই সন্ত্রাসবাদী হামলা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে প্রশাসন। জম্মু–কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এটাই প্রথম স্বাধীনতা দিবস। তার উদযাপনে যাতে কোনও বাধা না আসে, কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
শ্রীনগরের শের–ই–কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান রয়েছে। প্রতি বছরই এই ১৫ আগস্টের সময়ে কাশ্মীরে জঙ্গি হামলার আশঙ্কা থাকেই। এবারও সেরকমই ছিল। হামলার আশঙ্কা থেকে নিরাপত্তায় আরও কড়াকড়ি আনা হয়েছিল। যদিও সেই সবের তোয়াক্কা না করেই হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনার পর এলাকায় বেড়েছে নিরাপত্তার কড়াকড়ি। গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। সন্দেহভাজন কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।