দেশ ব্রেকিং নিউজ

স্কুলে ঢুকে জঙ্গিদের মুহূর্মুহূ গুলি

জম্মু–কাশ্মীরের শ্রীনগরে বড় জঙ্গি হানা ঘটে গেল। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালো জঙ্গিরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে স্কুলের প্রিন্সিপ্যাল এবং এক শিক্ষককে গুলি করে হত্যা করা হল। ঘটনাস্থলেই দু’‌জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনা। গত তিনদিনে এই নিয়ে কাশ্মীরে ৫ জন সাধারণ মানুষের মৃত্যু হল।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীনগরের সাফা কাদাল এলাকায়। মৃত প্রিন্সিপালের নাম সুপিন্দার কৌর এবং শিক্ষকের নাম দীপন চাঁদ। মৃতরা দু’‌জনেই আসোচিবাগ এলাকার বাসিন্দা। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। ইতিমধ্যে স্কুলটি ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা।

মঙ্গলবার শ্রীনগরের ইকবাল পার্ক এলাকায় এক ফার্মেসি মালিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। চলতি বছরে এই নিয়ে ২৩ জন সাধারণ মানুষকে টার্গেট করল জঙ্গিরা। যাঁদের মধ্যে ৮ জন শ্রীনগরের, ৪ জন পুলওয়ামার, ৪ জন অনন্তনাগের, ৩ জন কুলগামের, ২ জন বারামুলা বুদগাম এবং বান্দিপোরায় ১ জন করে মৃত্যু।