জেলা ব্রেকিং নিউজ

বীরভূমে ধরা পড়ল জঙ্গি!‌

রবিবার বীরভূমের পাঁড়ুইয়ে পুলিশ উদ্ধার করেছিল মাওবাদী পোস্টার। আর আজ, সোমবার বীরভূম থেকে ধরা পড়ল জঙ্গি। এই দুটো ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও বড় নেতাকে খুন করার চক্রান্ত চলছিল। তার আগেই বীরভূম জেলা পুলিশের জালে পড়ল বাংলাদেশি চার জঙ্গি। সোমবার শান্তিনিকেতন থেকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিদের।
কয়েকদিন আগেই এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে ৬ জন জঙ্গিকে পাকড়াও করেছিল। তারপর জলঙ্গি থেকে আরও এক আল–কায়দা জঙ্গি ধরা পড়ে। কেরলের এর্নাকুলাম থেকেও ধরা পড়েছিল তিনজন আল–কায়দা জঙ্গি। আর এবার বীরভূম থেকে ধরা পড়ল চার জঙ্গি। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বাংলায় জঙ্গি ঢুকে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। জঙ্গিদের আত্মগোপনে সাহায্য এবং খুনের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে স্থানীয় দুই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। মেদিনীপুর জেলে বন্দি বীরভূমেরই কোনও নেতাকে খুনের জন্য সুপারি পেয়েছিল এই চার জঙ্গি।
শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোড় গ্রামের একটি বাড়ি থেকে অত্যাধুনিক অস্ত্র–সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাদের মধ্যে চারজন বাংলাদেশি। ধৃতদের আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। তবে এই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও জানা যায়নি। ওই চার জঙ্গি কাদের মদতে রাজ্যে ঢুকল?‌ কীভাবেই বা তারা এত অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক পেল?‌ এই সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।