দেশ ব্রেকিং নিউজ

ফের পুলওয়ামায় নিকেশ জঙ্গি

ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল জম্মু–কাশ্মীর। পুলওয়ামায় জওয়ানদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক সন্ত্রাসবাদী। শুক্রবার এই খবর জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে এক সাধারণ নাগরিকের মৃত্যু–সহ তিনজন আহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রাল শহরে এদিন অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে এক দোকানীর।
সেনাবাহিনী সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার লালপোরা এলাকা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক সন্ত্রাসবাদী। জঙ্গিদের গুলিতে এক নিরীহ নাগরিকেরও মৃত্যু হয়েছে। ওই এলাকা ঘিরে ধরে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। গত রবিবারই দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা সইফুল্লা। তার আগেই নিকেশ করা হয়েছে রিয়াজ নাইকুর মতো হিজবুল কমান্ডারকেও। এবার কাশ্মীরের অবশিষ্ট শীর্ষ জঙ্গি নেতাদের নিকেশ করার নীল নকশা তৈরি করছে ভারতীয় সেনা।
পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজরা বিক্রেতা মহম্মদ আয়ুব আহনগারের ওপর গুলি চালায়। আহনগারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আবার পুলওয়ামাতেই জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন মহম্মদ আসলাম নামে এক গাড়ি চালক। এই ঘটনাটি ঘটেছে জেলার ওয়ানপোরা এলাকাতে। এছাড়াও পুলওয়ামার পামপোরেতে আরও দু’‌টি ঘটনা ঘটে, যেখানে জঙ্গি–নিরাপত্তা রক্ষীদের গুলির সংঘর্ষে দু’‌জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আহত হয়েছেন।
এই বছর ইতিমধ্যেই প্রায় ২০০ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। এবার মন দেওয়া হচ্ছে নতুন পরিকল্পনায়। আপাতত সাত শীর্ষ জঙ্গি কমান্ডারের নাম রাখা হয়েছে তালিকায়। হিজবুল মুজাহিদিন বা লস্কর–ই–তৈবার মতো দলের এই জঙ্গি নেতারা কাশ্মীরের নানা জায়গায় বিভিন্ন নাশকতামূলক ক্রিয়াকলাপে যুক্ত।