দুর্গাপুজো ঘিরে বাংলাদেশে আরও কড়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। গত কয়েক বছরের মতো এবারও মণ্ডপগুলিতে বসছে সিসি ক্যামেরা। বিশেষ করে, আফগানিস্তানে তালিবানের উত্থানে পুজোয় সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা বেড়েছে বলেই গোয়েন্দা সূত্রে খবর।
রাজধানী ঢাকা এবং বরিশাল মহানগরের সব পুজোমণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহম্মদ শাহাবুদ্দিন খান। বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় এই নির্দেশ দেওয়া হয়। পুজো চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য পুলিশ তৈরি বলেও জানিয়েছেন তিনি।
দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে কমিশনার মহম্মদ শাহাবুদ্দিন খান বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপুজো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নিরাপত্তামূলক পদক্ষেপ। বরিশাল মহানগরকে বিভিন্ন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া-সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গ্রহণ করা হয়েছে শক্তিশালী নিরাপত্তামূলক ব্যবস্থা।’
সূত্রের খবর, পুজোয় করোনাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। মণ্ডপে আগত সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না। মন্দিরের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।