বাংলাদেশ

‘‌জঙ্গিবাদ সমূলে বিনাশ হয়নি’‌

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ফের সক্রিয় হয়ে উঠছে আত্মগোপনে থাকা জঙ্গি সংগঠনগুলি। ইতিমধ্যেই পদ্মাপারে জঙ্গি হামলা হতে পারে বলে উচ্চ–সতর্কতা জারি হয়েছে। এবারে তাদের লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাজধানীর পল্টন পুলিশবক্সের কাছে একটি হাতে তৈরি ককটেল বিস্ফোরিত হয়। এক পুলিশ সদস্যের মোটরবাইকে একটি বোমা–সদৃশ বস্তু মেলে। পুলিশের প্রাথমিক ধারণা, আরবি জিলহজ মাস জঙ্গিদের কাছে পবিত্র মাস। তাই তারা হামলার পরিকল্পনা করেছে।
এই বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। তবে সমূলে উৎপাটিত হয়নি। বড় ধরনের হামলা চালানোর ক্ষমতা জঙ্গিদের নেই। তা সত্ত্বেও দেশের সব নিরাপত্তা–সংস্থা ও বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ সব জায়গাতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারা দেশের পুলিশ ইউনিটগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এই বিষয়টি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বাংলাদেশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বা অকার্যকর দেশে পরিণত করার উদ্দেশ্য ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। জঙ্গিদের অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ছোট ছোট স্লিপিং সেল এখনও বিভিন্ন জায়গায় রয়েছে। মাঝেমধ্যে তাদের উপস্থিতি বোঝানোর জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করে। সেগুলি আমাদের পুলিশ, গোয়েন্দা সংস্থা দমন করছে।