করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ রাজ্য লিড নিউজ

Breaking News: ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে, একদিনে প্রায় দেড়শ জনের মৃত্যু

কলকাতা: ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে৷গত ২৪ ঘন্টায় প্রায় দেড়শ জনের মৃত্যু হয়েছে৷একই সময় আক্রান্ত আরও প্রায় কুড়ি হাজার৷তবে বাড়ছে সুস্থতার হারও৷

রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৯ হাজার ১১৭ জন৷ যদিও গত শুক্রবার এই সংখ্যাটা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷সব মিলিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৪৩০ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ১৪৭ জনের৷রাজ্যে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু৷গতকাল ছিল ১৪৪ জন৷ মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ২৮৪ জন৷

তবে স্বস্তির খবর হল,অনেক দিন পর এই প্রথম করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা কমল৷গত ২৪ ঘন্টায় ১৪৩ জন কমে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮০৫ জন৷এছাড়া একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১১৭ জন৷ মোট সংখ্যাটা ৯ লক্ষ ৮৮ হাজার ৩৪১ জন৷ প্রায় ১০ লক্ষ৷ এরফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৭.২০ শতাংশ৷

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৬৪ হাজার ৩২৭টি৷ এই পর্যন্ত টেস্ট হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার ৩৫৭ টি৷ ১১৪ টি ল্যাবরেটরিতে টেস্ট হয়েছে৷