ভয়ঙ্কর অবস্থা মণিপুরে, বিক্ষোভ চরম আকার নিয়েছে। কার্ফু জারি করে, নেট পরিষেবা বন্ধ করেও রোখা যাচ্ছে না বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার পরিস্থিতি এমন আকার নেয় যে দেখা মাত্র গুলির নির্দেশ দিতে হয়েছে মণিপুরের রাজ্যপালকে। সরকারি তরফে নির্দেশ দেওয়া হয়েছে, যে যে জায়গায় হিংসা চরম আকার নেবে, বিক্ষোভকারীরা আইন ভাঙবে, সেখানে সরাসরি গুলি চালানো হোক। রাজ্যে আইন ও শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং শান্তি ফিরিয়ে আনতেই এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।
এরকম অবস্থায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। মণিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সমস্ত মণিপুরগামী ট্রেন বন্ধ করে দেওয়া হল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সি পি আর ও সব্যসাচী দে জানান- “পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কোনও ট্রেন মণিপুরে প্রবেশ করছে না৷ মণিপুর সরকার ট্রেন চলাচল বন্ধ করার পরামর্শ দেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ভারতীয় রেল শুক্রবার জানিয়েছে, বাতিল করা হয়েছে ৪টি ট্রেন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র ৫ ও ৬ মে-র জন্য। এদিকে, সামগ্রিক পরিস্থিতির দিকে সর্বদা নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।