আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইজরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা

ইজরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইহুদিবাদী ভূখণ্ডের হাইফা শহর এবং শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগেও আঘাত হেনেছে রকেট। ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইজরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদামও ছিল।

এর আগে লেবানন থেকে ইজরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টির মতো রকেট ছোঁড়া হয়। ইজরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

ইজরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে, গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে ৫০টি হামলা চালানো হয়েছে।