ব্রেকিং নিউজ রাজ্য

ভয়াবহ পথ দুর্ঘটনা কোলাঘাটে

ভয়াবহ পথ দুর্ঘটনা কোলাঘাট ১৬ নং জাতীয় সড়কে। দ্রুত গতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে গেল একাধিক গাড়ি। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় পাথর বোঝাই ট্রাকের খালাসির মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে জখম হয়েছেন অনেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, সোমবার ভোর ৫ টা নাগাদ কোলাঘাটে ১৬ নং জাতীয় সড়কে সিদ্ধা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন কলকাতাগামী পাথর বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই ওই ট্রাক সহ সামনে থাকা আরও ২টি গাড়ি রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায়। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁশকুড়া থানার পুলিশ।

পুলিশের চেষ্টায় খালাসির মৃতদেহটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে দীর্ঘ প্রচেষ্টায় যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় ১৬ নং জাতীয় সড়কে। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনা নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।