আন্তর্জাতিক

ভয়াবহ বিমান দুর্ঘটনা ব্রাজিলের সাও পাওলোতে

ভয়াবহ বিমান দুর্ঘটনা ব্রাজিলের সাও পাওলোতে। মাঝ আকাশে আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট সহ বিমানের ৬২ জন যাত্রীর।

জানা গিয়েছে, ভোয়েপাস সংস্থার ওই বিমানে পাইলট সহ মোট চারজন বিমান কর্মী ছিলেন।এদিন ৫৮ জন যাত্রীকে নিয়ে কাসকেভেল থেকে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল এটিআর – ৭২ বিমানটি। সে সময়ই জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তের মধ্যে বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাইলট সহ বিমানের ৬২ জন যাত্রীর। ইতিমধ্যেই ভেঙে পড়া বিমানটি উদ্ধারের কাজ শুরু করেছে উদ্ধারকারী দল । কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।