দেশ ব্রেকিং নিউজ

জম্মু-কাশ্মীরে ভয়াবহ ভূমিধস, আটকে বহু পর্যটক

ভয়াবহ ভূমিধস জম্মু-কাশ্মীরে। বুধবার জম্মু-কাশ্মীরের রামবান জেলায় ব্যাপক ভূমিধস নামে। জাতীয় সড়কের বিভিন্ন অংশে পাহাড় থেকে গুড়িয়ে পড়তে থাকে বোল্ডার পাথর। একাধিক জায়গায় ধস নামার কারণে ২৭০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর হাইওয়ে বিভিন্ন স্থানে আটকে পড়েন পর্যটকরা। ধসের কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে উপত্যকা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এর আগে গত সোমবারই ধস নেমেছিল। যার জেরে হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। বুধবার দুপুরেই জাতীয় সড়ক আংশিকভাবে খুলে দেওয়া হয়। বানিয়াল রামবানে যে পর্যটকের আটকে ছিলেন, তারা ফিরতে শুরু করতেই ফের বিপত্তি দেখা দেয়। নতুন করে ধস নামায় ফের হাইওয়ে বন্ধ হয়ে যায়। এদিকে ভারী তুষারপাতের জেরে শ্রীনগর- লাদাখ রোড সহ বিভিন্ন জায়গা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আপাতত ৪৪ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে যেতে বলা হয়েছে।

প্রশাসনের তরফে তুষারপাত নিয়ে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। পর্যটকেরা যারা আটকে রয়েছে, তাদের জন্য বিশেষ ফোন নাম্বার চালু করা হয়েছে।