আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ডেঙ্গির ভয়াবহ রূপ বাংলাদেশেও, দিশা দেখাচ্ছে ‘টিকা’

শুধু বঙ্গে নয়, বাংলাদেশেও ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গি। তবে এই পরিস্থিতিতেই সাফল্য এল ডেঙ্গি টিকায়।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের আবিষ্কার করা ডেঙ্গি টিকা বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে ট্রায়াল বা পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছেন আইসিডিডিআরবি’র বিজ্ঞানীরা। এই টিকার একটি ডোজ ডেঙ্গির চারটি ধরণের জন্যই কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। এই টিকা আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ বা এনআইএইচ। টিকার নাম দেওয়া হয়েছে টিভি০০৫।

গবেষণায় জানা গেছে, ডেঙ্গির মোট চারটি ধরণ রয়েছে। এগুলো হচ্ছে ডেন-১, ডেন-২, ডেন-৩ এবং ডেন-৪। ২০০৯ সাল থেকে এই ডেঙ্গু টিকার পরীক্ষা শুরু হয়। বাংলাদেশে এই টিকা পরীক্ষার সাথে যুক্ত দলটির নেতৃত্ব দিয়েছেন আইসিডিডিআরবি’র সিনিয়র বিজ্ঞানী রাশিদুল হক।