বন্যায় বিপর্যস্ত দক্ষিণ তামিলনাড়ু। বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তামিলনাড়ুর। টানা দুদিন ধরে মেঘভাঙা বৃষ্টির জেরে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যায় ভেসে গিয়ে এখনও মৃত্যু হয়েছে ১০ জনের। সেই সঙ্গে আহত হন ৩ জন। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। প্রকৃতির রোষে অসহায় গোটা রাজ্য। ৮৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে থামিরাবরণী নদীর জল। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়ি-ঘর। দুর্যোগের জেরে তুতিকোরিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। তিরুনেলভেলি এবং তেনকাসি জেলায় স্কুল ও কলেজও বন্ধ করে দিয়েছে প্রশাসন।
তার মধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী। বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম অঞ্চলে। লাগাতার বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। বানভাসি জেলাগুলিতে বন্ধ স্কুল-কলেজ। জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত দুই দিনে তিরুনেলভেলি,তেনকাশি, কন্যাকুমারী ও তুতিকোরিন জেলায় রেকর্ড বৃষ্টি হয়েছে। এর জেরে রাস্তা, রেললাইন, ব্রিজ জলের তলায়। কার্যত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্যার প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। প্লাবিত জেলাগুলির ভিতর দিয়ে যাতায়াত করা ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে।