হাওড়ার ডোমজুড়ে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি চিপসের কারখানা হঠাৎ আগুন লাগে। কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি।
কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৭ টি ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল কর্মীরা এখনও নিয়ন্ত্রণে আনতে পারে নি আগুন।অগ্নিকাণ্ডে কারখানার ভিতরে কেউ আটকে পড়েছে কি না, তা এখনও জানা যায়নি।
ওই চিপস কারখানার পাশে রয়েছে আরও বেশ কয়েকটি কারখানা। ফলে সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। দ্রুত আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। এদিন প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। পরবর্তীতে যায় আরও ২ টি ইঞ্জিন।
জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। মনে করা হচ্ছে, ওই কারখানায় মজুত ছিল প্রচুর দাহ্য পদার্থ। ফলে দ্রুত গতিতে ছড়তে থাকে আগুন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।