জেলা ব্রেকিং নিউজ

Terrible Fire: হাবরা পুরাতন হসপিটাল কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাবরা পৌরসভার পুরাতন হসপিটাল কলোনিতে পরপর পাঁচটি বাড়িসহ দোকানে আগুন। সকাল ন’টা নাগাদ ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ দাসের বাড়িতে প্রথমে আগুন লাগে। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকান সহ অন্যান্য বাড়িতে।

খবর দেওয়া হয় হাবরা থানা এবং ফায়ার ব্রিগেডে, খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, পরবর্তীতে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই ঘটনার জেরে সাময়িক কিছু সময়ের জন্য বনগাঁ শিয়ালদা শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

কিন্তু কীভাবে লাগলে আগুন তা যদিও এখনও স্পষ্ট নয়। দমকলের আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশাল পুলিশবাহিনী এবং হাবরা পৌরসভার পৌরপ্রধান নারায়ন চন্দ্র সাহা। তিনি বলেন, ”কিভাবে আগুন লাগলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে এখানে ফায়ার ব্রিগেডের আধিকারিকরা আছেন তিনি আমাকে রিপোর্ট দেবেন এই পরিবারগুলিকে দেখার দায়িত্ব আমাদের। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফোন করে তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে হাবরা পৌরসভা।”