সাত সকালে কোচবিহারের বহুতলে ভয়াবহ আগুন। ঘরের ভিতর থেকে উদ্ধার হল মা এবং ছেলের দেহ৷ যদিও যে ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটির দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল৷ ফলে নিছক দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
জানা গিয়েছে, মৃতদের না সুপ্রিয়া সরকার (৫৭) এবং তাঁর ছেলে সুজয় সরকার (৩২)৷ মৃতরা অসমের বাসিন্দা হলেও ওই ফ্ল্যাটে থাকতেন বলে জানিয়েছেন আবাসনের অন্যান্য বাসিন্দারা৷
স্থানীয় সূত্রে খবর, কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকার ওই আবাসনের পাঁচ তলার ফ্ল্যাট থেকে এ দিন সকালে বিকট শব্দ শুনতে পান আবাসনের বাকি বাসিন্দারা৷ ছুটে গিয়ে তাঁরা দেখেন, ফ্ল্যাটের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে৷ আগুন লেগেছে আন্দাজ করে আবাসনের বাসিন্দারাই দমকলে খবর দেন৷ ছুটে আসেন স্থানীয়রাও৷ ডাকাডাকি করলেও ভিতর থেকে কেউ সাড়া দেননি বলেই দাবি স্থানীয়দের৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন এবং পুলিশ৷ তারাই তালা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢোকে৷ এর পর ঘরের ভিতর থেকে দু’টি দেহ উদ্ধার হয়৷ আবাসনের বাকি বাসিন্দারাই দেহ দু’টি সুপ্রিয়াদেবী এবং তাঁর ছেলে সুজয়ের বলে শনাক্ত করেন৷
তবে কী ভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি৷ তবে আবাসনের বাকি বাসিন্দারা বিকট শব্দ শোনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ কিন্তু সু্প্রিয়াদেবী এবং তাঁর ছেলে ভিতরে থাকলেও বাইরে থেকে ফ্ল্যাটের দরজা কেন তালা বন্ধ অবস্থায় ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে৷ পরিবারের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।