উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগে এ আর টাওয়ারে। শুক্রবার ভোররাতে কানপুরের বাসমান্ডির হামরাজ মার্কেটের কাছে এ আর টাওয়ারে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাসুদ কমপ্লেক্সে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৫-১৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ৯ ঘন্টার চেষ্টায় সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।
উত্তর প্রদেশের দমকলের ডেপুটি ডিরেক্টর অজয় কুমার বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে কেউ আটকে নেই। দমকল সূত্রের খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ কানপুরের বাসমান্ডির হামরাজ মার্কেটের কাছে এ আর টাওয়ারে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাসুদ কমপ্লেক্সে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।