বাংলাদেশে যাত্রীবাহী এক লঞ্চে ভয়াবহ আগুন! বাংলাদেশের ঝালকাঠিতে একটি যাত্রীবাহী লঞ্চে বৃহস্পতিবার রাত ৩ টে নাগাদ আগুন লাগে বলে খবর৷এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ৭০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ আহতরা হাসপাতালে ভর্তি, আহতদের চিকিৎসা চলছে৷ আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ লঞ্চটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সেটা এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয় হাসপাতালগুলিতে পরিকাঠামো দুর্বল হওয়ায় চিকিৎসা ঠিকমতো করা যাচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
‘এমভি-১০ অভিযান’ নামের লঞ্চটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছিল৷ সুগন্ধী নদীর উপর দিয়ে যাওয়ার সময় লঞ্চে আগুন লাগে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে ৷
পুড়েই মৃত্যু হয়েছে অধিকাংশ যাত্রীর৷ আহতদের বেশিরভাগেরই শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গিয়েছে৷ ভয়াবহ আগুনে পালাবার পথ পায়নি কেউই ৷ অনেক যাত্রীরাই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাচতে চেষ্টা করেন৷ বেশ কয়েকজন যাত্রী এখনও নিখোঁজ৷ তাদের খোঁজ চলছে৷ আগুনের ভয়ে অনেকেই সাঁতার না জেনেও নদীতে ঝাঁপ দেন৷
আগুন লাগার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে দমকলের পাঁচটি ইঞ্জিন৷ আগুন নেভানোর কাজ শুরু হয়৷ আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কিন্তু ভোরবেলা ঘন কুয়াশা থাকায় আগুন নেভানোর কাজ করতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায় নি৷