জেলা ব্রেকিং নিউজ

উল্টোডাঙ্গায় ডালের গুদামে ভয়াবহ আগুন

আজ ভোরে উল্টোডাঙার আরিফ রোডে এক ডালের গুদামে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে। জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে ওই গুদামে। বেশ কিছুক্ষণের মধ্যেই একটি গুদাম থেকে আরও একটি ডালের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গুদাম। ঘিঞ্জি এলাকা হওয়ায় ওই গুদামের পাশের আরও একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে। পাশের বাড়ির ছাদ থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ চালায় দমকল কর্মীরা। দমকল কর্মীদের তত্‍পরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলেও আপাতত চলছে কুলিং ডাউন পদ্ধতি। আগুন লাগার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই ঘটনায় কোনও হতাহত নেই।

জানা গিয়েছে দমকল বাহিনী আসার আগে স্থানীয় বাসিন্দাদের জন্য ২৪ ঘণ্টার একটি ডিপ টিউবওয়েল থেকে জল নিয়েই স্থানীয় ছেলেরা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরেই দমকল এসে পৌঁছয়। ফলে আগুন বিশেষ ছড়াতে পারেনি। এই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়লে আরো ভয়ানক আকার ধারণ করতো বলে মনে করছে স্থানীয়রা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ভোররাতেই তাঁরা প্রায় প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর এলাকার বাসিন্দারাই আগুন নেভাতে সাহায্য করেন ‌।