আন্তর্জাতিক লিড নিউজ

টেক্সাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮ হাজার গবাদি পশুর মৃত্যু

টেক্সাসের সাউথফর্ক ডেয়ারি ফার্মে আগুন লেগে ১৮ হাজারেরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। আগুন লাগার ফলে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে এদিন ঠিক কি কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। মুহূর্তের মধ্যে খামারটির কোনও অস্তিত্ব ছিল না, পুরোটাই পুড়ে ছাই হয়ে যায়।

ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে কোনও বিস্ফোরক ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। খামারমালিক ও কর্মীদের ডেকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, টেক্সাসের সাউথফর্ক ডেয়ারি ফার্মের মালিকরা আমেরিকার অন্যতম বৃহত্তম ফার্ম মালিক। এই ফার্ম থেকেই টেক্সাসের ৯৫ শতাংশ দুধ সরবরাহ করা হয়ে থাকে।

এই ঘটনার জেরে কয়েক হাজার গরু সহ একাধিক গবাদি পশু দগ্ধ হয়। এরপরই খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উল্লেখ্য,এর আগেও ২০১৩ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমেরিকার একটি পশুখামারে। সেসময়ও কয়েক হাজার গবাদি পশুর মৃত্যু হয়। গত দশবছরে এখনও পর্যন্ত এরকম দুর্ঘটনায় ৬৫ লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।