গভীর রাতে আগুন কলকাতার নিমতলা ঘাট সংলগ্ন একটি কাঠের গুদামে। সূত্রের খবর, আনুমানিক রাত দেড়টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের ধারে ওই কাঠের গোলায় আগুন লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কীভাবে আগুন লাগল? সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কারও প্রাণহানি হয়নি। আশপাশের একাধিক বাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭টি পরিবার।অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তাঁদের পুনর্বাসনেরও আশ্বাসও দিয়েছেন তিনি।
স্থানীয়দের একাংশের দাবি, শুক্রবার রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান, গ্যাস সিলিন্ডার ফাটার কারণে ওই বিস্ফোরণ হয়েছে। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও দুর্ঘটনাস্থলে ছিলেন। প্রথমে একটি কাঠের গুদামে আগুন লাগলেও, দ্রুত তা আশপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছিল।