জেলা ব্রেকিং নিউজ

বারাসাতে ভয়াবহ অগ্নিকান্ড

বারাসাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তৃণমূল কার্যালয় সহ পাঁচটি দোকান ভষ্মীভূত হয়ে গেছে। শুক্রবার সকালে এই অগ্নিকান্ডের জেরে বারাসাত ন পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বারাসাত ন’পাড়া কালীবাড়ি এলাকায় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকান্ড। ভষ্মীভূত হয়ে যায় তৃণমূলের একটি কার্যালয় ও একাধিক দোকান। আগুনের তীব্রতা ও প্রাবল্য এতটাই বেশি ছিল যে ঘন্টা খানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ব্যারাকপুর বারাসাত রোডের পাশে থাকা দোকানগুলি। খবর দেওয়া হয় দমকলকে। ইঞ্জিন দেরি করে আসায় আগুনের রোষ থেকে বাঁচান যায় নি দোকানগুলিকে।

শহরের হেলাবটতলা থেকে অদূরে অবস্থিত পার্ক এভিনিউ এলাকায় এই অগ্নিকান্ডে স্টেশনারি দোকান সহ পাঁচটি দোকান ঘন্টা খানেকের মধ্যে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।স্থানীয়রা জানিয়েছেন, ভোর পাঁচটার সময় তাঁরা দেখতে পান যে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠেছে বারাসাত ব্যারাকপুর  রোডের পাশে থাকা দোকানগুলি। তারা আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি বারাসাত ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় মধ্যমগ্রাম ফায়ার ব্রিগেডেও। অভিযোগ, বারাসাত ফায়ার ব্রিগেডের গড়িমসির ফলে মধ্যমগ্রাম থেকে ইঞ্জিন এসে পৌঁছালেও ততক্ষণে প্রায় ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। ফায়ার ব্রিগেড তৎপরতা দেখালে অগ্নিকান্ড এরকম প্রবল আকার ধারণ করতে পারত না । রক্ষা পাওয়া যেত চূড়ান্ত ক্ষয়ক্ষতির হাত থেকে । অগ্নিকান্ডের সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে।