কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতায় গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন

আগুন লাগল কলকাতার একটি গেঞ্জি কারখানায়। শনিবার সকাল পৌনে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, রাজারহাট মেইন রোডের পাশে দশদ্রোণ এলাকার উপরেই রয়েছে এই চারতলা ভবন। ওই ভবনের একদম উপরের তলায় ছিল গেঞ্জি কারখানা। সেখানেই হঠাৎ আগুন দেখতে পান প্রতিবেশীরা। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। সেখানে পৌঁছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তবে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমাণ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এদিকে ওই কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা তা খোঁজার চেষ্টা করছেন দমকল কর্মীরা। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।