ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস হাসপাতালে। চিকিৎসা কেন্দ্রের এন্ডোস্কোপি বিভাগে আগুন লেগেছে বলেই জানা গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা হাসপাতাল চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থায় যথাযথ ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন।প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় ১০০ রোগীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, হাসপাতালের চতুর্থ তলে আগুন লেগেছে। কিন্তু এদিন ঠিক কি কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। হাসপাতালে কোনও দাহ্য পদার্থ মজুত ছিল কিনা, ইতিমধ্যেই তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন এখনও পর্যন্ত চালাচ্ছে দমকল কর্মীরা।