ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের হাসপাতালে। শনিবার রাজ্যের আহমেদনগরের এক হাসপাতালের কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে ১০ জন। আরও একজন গুরুতর জখম। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
অগ্নিকাণ্ডের যে ভিডিও পাওয়া যাচ্ছে তাতে দেখা গিয়েছে, হাসপাতালের নীচতলা থেকে আগুনের শিখা বেরচ্ছে। সেই সঙ্গে এও দেখা গিয়েছে, কীভাবে দ্রুত ঘটনাস্থল থেকে রোগীদের বের করে আনা হচ্ছে।
জানা গিয়েছে, ওই কোভিড ওয়ার্ডে মোট ১৭ জন রোগী ভর্তি ছিলেন। বাকিদের দ্রুত অন্য হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আহমেদনগর জেলা হাসপাতালে সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। তবে, অভিযোগ মানতে নারাজ জেলা কালেক্টর রাজেন্দ্র ভোসলে। তিনি জানিয়েছেন, হাসপাতালটিতে সম্পূর্ণ ফায়ার অডিট হয়েছিল।