জেলা লিড নিউজ

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে তপসিয়া এলাকার ২৪ নং বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলকর্মীরা।

দিনেদুপুরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আগুন এতটাই ভয়াবহ রূপ নাই যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

২৪ নং বাসস্ট্যান্ডের কাছেই মজদুরপাড়ার ঝুপড়িতে বহু মানুষের বাস। অনেক ঘরবাড়ি ও রয়েছে। ফলে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলবাহিনীকে। আপাতত পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের আরো ইঞ্জিন আসতে পারে বলেই খবর।

এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে কীভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, স্টোভ থেকে আগুন লাগতে পারে।