নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে অশান্তি মিটে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন কিন্তু এখনো রেশ কাটেনি। ভোটের পরও অশান্তি অব্যাহত ভাঙড়ে। ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে গিয়েছে বেশ কয়েকজন। আহতদের কারও হাত, পা, কারও মুখ, কারও শরীর বীভৎসভাবে পুড়ে গিয়েছে।
নির্বাচনপর্ব চলাকালীন একই দিনে দুই ভিন্ন রাজনৈতিক দলের তিনজন খুন হন। ভোটের গণনার দিন কাঠালিয়া হাইস্কুলের বাইরে মুড়ি মুড়কির মতো বোমা পড়েছিল। পুলিশ কার্যত অসহায় হয়ে পড়েছিল সেই রাতে।
আহতরা একটি গাড়িতে কলকাতার পথে রওনা দিয়ে দেন। কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা বাসন্তী হাইওয়ের কাঁটাতলা এলাকায় গাড়িটি আটকায়। এরপরই গাড়ির ভিতরকার ভয়াবহ দৃশ্য দেখে চোখ কপালে ওঠে সকলের। আহতদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর।