দেশ ব্রেকিং নিউজ

নয়া দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ

নয়া দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। নয়া দিল্লির ইজরায়েলের দূতাবাসের কাছেই জোরাল বিস্ফোরণ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নয়া দিল্লির চানক্যপুরী এলাকায় ইজরায়েলি দূতাবাসের কাছেই এই জোরাল বিস্ফোরণ হয়েছে বলে জানা খবর পাওয়া গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, দিল্লি পুলিশকে ফোনে এই বিস্ফোরণের খবর দেওয়া হয়। তারপরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান দিল্লি পুলিশের আধিকারিকরা। একইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল বিভাগের কর্মীরা এবং জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকরাও।

এই খবর নিশ্চিত করেছে খোদ ইজরায়েলি বিদেশ মন্ত্রক। বিস্ফোরণের শব্দ পেয়েছেন স্থানীয় বাসিন্দারাও। দিল্লির ইজরায়েল দূতাবাসের কাছেই, পৃথ্বীরাজ রোডে অবস্থিত সেন্ট্রাল হিন্দি ট্রেনিং ইনস্টিটিউট। এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। কীসের থেকে বিস্ফোরণ ঘটল, কেউ ঘটালো না অন্য কোনওভাবে ঘটল, কিছুই এখনও পর্যন্ত পরিষ্কার নয়।