দেশ ব্রেকিং নিউজ

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৯

ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। শনিবার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধনগর জেলা। এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত একাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, তামিলনাড়ুর ভেম্বাকোট্টি এলাকার ওই বাজি কারখানার কেমিক্যাল মিক্সিং রুমে এদিন বিস্ফোরণ ঘটেছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। কারখানাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশের একাধিক বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে।

ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজে হাত লাগান পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক দলও। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় কারখানায় অন্ততপক্ষে কুড়ি থেকে ত্রিশ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় বাজি কারখানায় থাকা ৭ জন শ্রমিকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত একাধিক।মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, ওই বাজি কারখানার মালিকের নাম বিজয়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে, কীভাবে এদিন বিস্ফোরণ ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।