বাংলাদেশ ব্রেকিং নিউজ

ভয়াবহ বিস্ফোরণ বাংলাদেশে

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার দোলযাত্রার দিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।

খবর অনুয়ায়ী, ওই বহুতলের নীচতলায় বিস্ফোরণ হয়েছে। ওই বহুতলের উপরের দিকে কয়েকটি তলাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় ঢাকা পুলিশ ও দমকলবাহিনী। বিস্ফোরণের পরই আগুন ধরে যায়।  ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকলের ১১টি ইঞ্জিন।

সূত্রের খবর, এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে গুলিস্তানের ওই বহুতল থেকে। আহত প্রায় ৭০ জনকে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এমন বিস্ফোরণের পর তীব্র আতঙ্ক ছড়িয়েছে ঢাকাবাসীর মধ্যে। তবে কি থেকে এই বিস্ফোরণ সেটা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। উদ্ধার কাজ চলছে জোরকদমে। ঢাকা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।