তুর্কি-সিরিয়ার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন-আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৮।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ কেঁপে ওঠে চিন-আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে। প্রথম কম্পনের ২০ মিনিট পর আবার একটি আফটার শক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে সীমান্তবর্তী এলাকায়।
তবে, হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, এই এলাকায় আরও আফটার শক অনুভূত হতে পারে বলেই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভূমিকম্পের জেরে এখানে প্রবল ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।