ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে,কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম বড় দু’টি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের মাঝে নিউজিল্যান্ডের অবস্থান। কার্যত সেকারণেই নিউজিল্যান্ড অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। প্রতি বছরই নিউজিল্যান্ডে ছোট-বড় বহু ভূমিকম্প হয়। এর আগে ফেব্রুয়ারি মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের পারাপারাউমুর এলাকা। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের মধ্যেই নিউজিল্যান্ডে ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারিকেনও আছড়ে পড়েছিল।
উল্লেখ্য, গত মাসের ৬ তারিখ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তুর্কি ও সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই ভূমিকম্পের পরই কার্যত বিধ্বস্ত হয়ে পড়ে তুর্কি এবং সিরিয়া। চোখের নিমেষে ভেঙে পড়ে লক্ষাধিক বাড়ি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় এই দুই দেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পের পরপরই সেখানে উদ্ধার কাজে নামেন ভারতীয় সেনা ও এনডিআরএফ-র টিম। প্রায় একমাস ধরে চলেছে উদ্ধার কাজ।